নিয়ামতপুরে তথ্য অধিকার দিবস পালিত


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নিয়ামতপুরে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।‘সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে’শ্লোগানকে সামনে রেখে এবারের প্রতিপ্দ্য বিষয় ছিল “তথ্য অধিকার, সংকটে হাতিয়ার”।

এ সময় উপজেলা নির্বাহী আফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব হোসাইন ও উপজেলা সহকারী ভ’মী নিলুফার সরকার।

অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিয়ের সহকারী প্রকৌশলী মতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীন, পল্লী স য় ব্যাংকের সম্বনয়কারী আশাউর রহমান, সকল ইউনিয়ন তথ্য কেন্দ্রের সদস্য প্রমূখ।