নিয়ামতপুরে নওগাঁ জেলা প্রশাষকের মতবিনিময়


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) খালিদ মেহেদী হাসান পিএএ। বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, সকল ইউপি চেয়ারম্যানগন প্রমূখ।
মতবিনিময় সভায় নিয়ামতপুর উপজেলার বিভিন্ন সমস্যা এবং তা উত্তরণে করণীয় নিয়ে জেলা প্রশাসক বিভিন্ন পরামর্শ দেন।