নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ উদযাপন


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ বঙ্গবন্ধুর ভাষন দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি গ্রহণ করে। 
সোমবার সকালে কর্মসূচির শুরুতেই বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ ঘটিকায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, নিয়ামতপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন স্কুলের শিক্ষকগন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পুস্পস্তবক অর্পনের পর সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এদিকে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
এ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা সদস্য আবেদ হোসেন মিলন প্রমূখ।