নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকণ্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সকাল ১০ টার দিকে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এনামুল হক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ,নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির রাজু, সহসম্পাদক অজিত কুমার মুন্ডা, এছাড়াও ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।