নিয়ামতপুরে স্পন্দন রক্তদান সংঘের ব্যাতিক্রমী উদ্যােগ “মানবতার দেয়াল”


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: মানবতার দেয়াল এখন নওগাঁর নিয়ামতপুর উপজেলা মোড় পার হয়ে নিয়ামতপুর থানার ফটকের পার্শে। দেয়াল ঘেষেই এমন একটি মহতি উদ্যোগ যা দেখতে উৎসুক মানুষের ভিড়।দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল।

লেখা রয়েছে – আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন। এর ডান দিকে লেখা রয়েছে – আপনার বা আপনার সন্তানের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে – আপনার বা আপনার সন্তানের প্রয়োজনে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছুদিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। কিন্তু নিয়ামতপুরে এমন উদ্যোগ এটিই প্রথম।

দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো কাঠের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল। তবে অভিনব এই উদ্যোগের উদ্যোক্ত নিয়ামতপুর স্পন্দন রক্তদান সংঘ।

মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে গত ১৬ডিসেম্বর মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০বছরকে সামনে রেখে এই উদ্যােগ বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি আরিফ হাসান ইমন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কর্যকরী সদস্য স্বপন আহমেদ স্টার, উপদেষ্টা রাশেদুজ্জামান আলম সহ-সভাপতি মাসুদ রান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিবলি আহমেদ রিজভী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, শ্রী কমকার,দপ্তর সম্পাদক সাখয়াত হোসেন সাগর সহ সদস্য বৃন্দ।