নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে স্বল্প পরিসরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মঙঙ্গলবার ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুরে আওয়ামীলীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মহিলালীগের আহবায়ক মরিয়ম খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।