নিয়ামতপুর উপজেলা প্রশাষনের তাল গাছের চারা রোপন


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: মুজিব শতবর্ষে শেখ রাসেল স্মরণে নিয়ামতপুর উপজেলা প্রশাষনের ব্যানারে তাল গাছ চারা রোপন কর্মসূচী গ্রহন করেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, পাড়ইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা প্রমূখ।

 

প্রতি বছরই নিয়ামতপুরে বজ্রপাতের ঘটনায় উল্লেখযোগ্য হারে প্রানহানির ঘটনা ঘটে। এমন বিষয়টি মাথায় রেখেই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের স্মরণে বজ্র নিরোধোক তাল গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহন করেন। খাদ্যমন্ত্রীর উদ্যোগে গত ১৪ অক্টোবর তিনি কালামারা ব্রীজ হতে ধানসুরা মোড় পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে ২০ হাজার তাল গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। যা চলমান রয়েছে।

 

এ কর্মসূচীতে নিয়ামতপুর উপজেলা প্রশাষণ সরব অংশগ্রহনের অংশ হিসাবে সোমবার ১২টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের শিকদার পাড়া ব্রিজ হতে শিকদারপাড়া গ্রাম পর্যন্ত সড়কের উভয় পাশে প্রায় ১হাজার তাল গাছের চারা রোপন করা হয়।