নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, রেজাউল ইসলাম সেলিম, জামিনুর ইসলাম, রুহুল আমিন শেখ, সদস্য রনজিত কুমার, দেলোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, জাকির হোসেন প্রমূখ।
আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া প্রেসক্লাবের সদস্য নাজমুল হক গত ২৭ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকায় সকল সদস্য মিলে তার প্রতি সহমর্মিতা জানান এবং সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।