নৌকার হাল মনু-হেলালের হাতে


ঢাকা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকে টিকিট পেয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসা থেকে নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল। তিনি বর্তমানে রাণীনগর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী কে হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

ঢাকা-৫ আসনে টানা তিন মেয়াদে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা। গত ৬ মে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেলে আসনটি শূন্য হয়।

অন্যদিকে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয় গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষিত হয়।