পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই শি জিনপিং-পুতিন বৈঠক


রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। এ সময় তাঁরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা অংশ নেন।

পশ্চিমাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই তাঁদের বৈঠক হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন ও শি জিনপিং তাঁদের মধ্যে চলমান সম্পর্কের প্রশংসা করেন। পুতিন এ সম্পর্ককে ২১ শতকে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার একটি সঠিক উদাহরণ হিসেবে ঘোষণা করেছেন।

পুতিন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে নতুন মডেলের সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। অভ্যন্তরীণ হস্তক্ষেপ পরিহার, একে অপরের ওপর শ্রদ্ধা, স্বার্থ, সীমান্তে শান্তি ও দৃঢ়তার ওপর ভিত্তি করে এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক এগিয়ে যাচ্ছে।’

শি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট খুব জোরালোভবে চীনের জাতীয় স্বার্থ রক্ষায় সমর্থন করেন। রাশিয়ার কার্যক্রমেরও প্রশংসা করেছেন চীনের এই কমিউনিস্ট নেতা।

পুতিন বলেন, ‘আমার পরিকল্পনা আছে ২০২২ সালের ফেব্রুয়রিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার ও জিনপিংয়ের সঙ্গে সরাসরি দেখা করার।’

বেলারুশ ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েনের পরই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা চলছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর শিগগিরই হামলা চালাতে পারে। তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো।