উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলন উপজেলা আলী’গের সহ সভাপতি সমিরণ সাধু, উপজেলা আলী’গের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, দিপক কুমার মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, সুকৃতি মোহন সরকার, বেনজির আহম্মেদ বাচ্চু, আরশাদ আলী বিশ্বাস শেখ ইকবাল হোসেন খোকন, শংকর দেবনাথ, মুনসুর আলী গাজী, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, মঙ্গল মন্ডল, মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ শহিদ হোসেন বাবুল, কাজল কান্তি বিশ্বাস, তৃপ্তি রঞ্জন সেন, পবিত্র মন্ডল, বুধর বিশ্বাস, জগদিশ রায়, গৌরঙ্গ মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, জি এম মিজানুর রহমান মিজান, এস এম শাহবুদ্দিন শাহিন, শাহজান কবির, শেখ সরোয়ার্দী, অনুপ ঘোষ, রাজিব গোলদার, দিপঙ্কার মন্ডল, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, ছাব্বির হোসেন,রায়হান পারভেজ রনি, হাফিজ, সালাউদ্দিন কাদের প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ হেকমত উল্লাহ।
করোনায় আক্রান্ত এমপি আক্তারুজ্জামান বাবু র সুস্থ্যতা কামনায় দেলুটি ইউনিয়ন পরিষদে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ পাইকগাছা-কয়রার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু এর করোনা পজেটিভ হওয়ায় তার সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে দেলুটি ইউনিয়ন পরিষদে এ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে।
দেলুটি পুলিশ ক্যাম্পের নায়েক মোঃজাকির হোসেন পরিচালনায় দোয়া ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রনধীর মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, সুপদ রায়, সুকুমার কবিরাজ, আশিষ হালদার, বিশ্বজিত রায়, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী, ডালিম রায়, ইউ পি সচিব নিরাপদ মল্লিক, ক্যাম্প ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ মোহম্মদ আলী, যুবলীগের রাম চন্দ্র টিকাদার, বিশ্বজিত মন্ডল হারু,নিতীশ রায়, স্মৃতীশ রায়, প্রসেনজিত মন্ডল মিঠু, পুলিশ সদস্য সাব্বির রহমান, নাজমুল, শামুর, স্বাধীন, অমিত অধিকারী, সুকময় সরদার, সীমান্তী বালা, বুলবুল আহম্মেদ, গোবিন্দ মন্ডল সহ এলাকার সুধীজন।