পাইকগাছায় ক্রীড়া সংগঠণ ও খেলোয়াড়দের সাথে এমপি আক্তারুজ্জামান বাবুর মতবিনিময়


পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ক্রীড়াঙ্গনকে সচল ও ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে সাবেক, বর্তমান খেলোয়াড় ও সকল পর্যায়ের ক্রীড়া কর্মকর্তাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন খুলনা-৬ এমপি আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। 

 

উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।সভায় বক্তব্য রাখেন, আ’লীগ যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, রায়হান পারভেজ রনি, খেলোয়াড়দের মধ্যে আজিবার রহমান, আব্দুস সালাম কেরু, রঞ্জন সরকার, তুষার কান্তি মন্ডল, কেষ্টপদ মন্ডল, দেবাশীষ সানা।

 

সভায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।