পাইকগাছায় ধর্ষন মামলার আসামীকে নড়াইল থেকে আটক


পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২)কে গ্রেফতার করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) এসএম পলাশ হোসেন শুক্রবার রাতে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে মোস্তাককে গ্রেফতার করে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে। 

থানায় দায়ের করা মামলা সুত্রে জানাগেছে, চেঁচুয়া গ্রামের জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোস্তাক আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারিরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে গত ১০-৬-২০ তারিখে  মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩) এর ৯( ৩)তৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন,যার নং-১৩। এ বিষয়ে ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী জানান,উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।