পাইকগাছায় প্রধানমন্ত্রী জন্মদিনে আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল


পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আ’লীনেতা অধ্যপক ডাঃ শেখ শহীদুল্লাহ, রশীদুজ্জামান মোড়ল, সমিরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, আঃ রাজ্জাক মলঙ্গী, জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইকবাল হোসেন খোকন, বিভুতি সানা, শংকর দেবনাথ, বেনজীর আহম্মেদ বাচ্চু, কৃষ্ণ পদ মন্ডল, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কাওসার আলী জোয়াদ্দার, কে এম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, এস এম রেজাউল হক, শেখ শহিদ হোসেন বাবুল, অহেদুজ্জামান মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গৌরঙ্গ মন্ডল, এ্যাড শেখ আবুল কালাম আজাদ, বাবুলাল বিশ্বাস, জহুরুল হক, মানব কুমার, আঃ সালাম কেরু, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, ফাইমিন সরদার, মুসুদুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, রাসেল, সৌরভ রহিম প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বাদ জোহর উপজেলার সকল মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া’য় অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ শামছুদ্দীন।