পাইকগাছায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন ও অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


পাইকগাছায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা: মুজিব বর্ষের আহ্বান লাগায় গাছ বাঁচায় বন, গ্রীন বেল্ট ফেস- ২ কর্মসূচির আওতায় খুলনা জেলায় ১৯,২০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে পাইকগাছা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঘোষাল বান্দীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিত্বে। 

 

প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন মোঃ আলমগীর হোসেন দেবাশীষ দাস মোঃআসাদুজ্জামান এস এম শফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন  মোঃশফিকুল ইসলাম,খালেদা খাতুন,আকবর আলী,মোঃ আহাদ আলী, সুস্মিতা সুস্মিতা রানী, রাশিদা খানম,সুলেখা ঘোষ,পূর্ণিমা ঘোষ,  আবদুস সবুর খা মোঃ শহিদুল ইসলাম শান্তিলতা রায় দীপঙ্কর রায়,তরুণ সাধু,সহ পৌরসভা ও গদাইপুর ইউনিয়ন এর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

পাইকগাছায় অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :  পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইনের মাধ্যমে ১২টি স্কুলের ৩৬জন ছাত্র-ছাত্রীর মাঝে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম,সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মৃদুলকান্তি দাস, শেফালী খাতুন,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।