পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। পৌর সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শাহরিয়ার প্লাজার দোতলায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার সকালে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকার অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও শাখা পরিচালক প্রশান্ত কুমার ঘরামীর পরিচালনায় এজেন্ট ব্যাংকিং শাখার
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, প্রাক্তনন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, মুক্তিযোদ্ধা রনজিত সরকার,মুক্তিযোদ্ধা কাজী তোকাররম হোসেন টুকু, আলহাজ্ব আব্দুল মজিদ সানা ও শেখ আনিছুর রহমান মুক্ত।