পাইকগাছায় রাস্তা খুঁড়ে ফেলে রাখায় পানি জমে চলাচলে বিঘ্ন ; ভোগান্তিতে এলাকাবাসী


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লস্কর বাইনতলা খেয়াঘাট হতে ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় পর্যন্ত ১ কিঃ মিঃ চলাচল রাস্তা খুড়ে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।

এলাকাবাসির অভিযোগ ফজলুর রহমানের ঠিকাদারী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঢিলেতালে কাজ ও রবিবারের ভোর রাতের ভারী বৃষ্টিপাতে খোড়া রাস্তায় পানি জমায় পথচারী সহ যানচলাচল অযোগ্য হয়ে পড়েছে।

ভুক্তভোগি এলাকার মানুষ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় ভিলেজ পাইকগাছা গ্রামের মোমেল মোড়লের বাড়ী হতে লস্কর গ্রামের বাইনতলা খেয়াঘাট পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ পিচের রাস্তার জন্য ১ কোটি টাকা বরাদ্ধ হয় বলে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সুত্র জানিয়েছেন।