পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৮৪ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে শাহিন আক্তার -৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দি শহিদুল ইসলাম সরদার পেয়েছে ৩৪ ভোট।
সাধারন সম্পাদক পদে সমান ভোট পেয়ে মহানন্দ কুমার ঢালী ৪০ ও আজিবার রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন (৪৬) , জয়েন্ট সেক্রেটারী বিপ্লব কান্তি (৪৩) সদস্য সুকান্ত কুমার (৫৫) , বাবলুর রহমান (৫২) ও সমীরন (৪৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় অসিত বরন মন্ডল কোষাধক্ষ ও মোঃ আঃ মাজেদ সরদার ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছে । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাডঃ অজিত কুমার সরকার।