ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ব্যবসায়ীদের সমর্থনে একধাপ এগিয়ে গেলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু। রোববার সন্ধ্যায় পৌর সদরের ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলাকার সকল ব্যবসায়ীরা সাবেক ব্যবসায়ী নেতা হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে আনোয়ার ইকবাল মন্টুকে সমর্থন করেন।
ব্যবসায়ীদের এ সমর্থনের ফলে নির্বাচনে একধাপ এগিয়ে গেলেন আনোয়ার ইকবাল মন্টু। ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, মুদি ব্যবসায়ী সমিতির উত্তম সাধু, চিংড়ি চাষী সমিতির আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, চিংড়ি বিপনন সমিতির সভাপতি জিন্নাত আলী সানা, সাবেক সভাপতি ইমান আলী মাস্টার, মনোহর চন্দ্র সানা, সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের দাউদ শরীফ, চিংড়ি হ্যাচারী ব্যবসায়ী সুনীল মন্ডল, বস্ত্র ব্যবসায়ী সমিতির অমরেশ মন্ডল, আব্দুল্লাহ আল-মামুন, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহীম শেখ, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর দত্ত, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেব্রত দাশ দেবু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ঘোষ, ষোলআনা ব্যবাসায়ী সমিতির সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, কোষাধ্যক্ষ মৃত্যুজ্ঞয় সরদার, আব্দুর রাজ্জাক বুলি, বাবু রাম মন্ডল, আলহাজ্ব মুরশাফুল আলম, এটিএম নাহিদুজ্জামান নাহিদ, মঈনুল ইসলাম, ইউসুফ আলী সরদার, হারুন অর রশীদ, নুরু গাজী, ডালিম সরদার, রাজীব কুমার মন্ডল, আব্দুল আজিজ, যুবলীগনেতা নাজমা কামাল, দীপংকর মন্ডল, মোঃ ইদ্রিস আলী, ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল ও মাহবুবুর রহমান নয়ন।