পাবনায় ডাক বাবু হত্যা মামলার পলাতক ১ আসামী গ্রেফতার


পাবনা প্রতিনিধিঃ র‍্যাব-১২ পাবনার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার আরও ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
৩০ আগস্ট রাতে পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার পলাতক মোঃ সাদ্দাম প্রামানিক (৩৬) কে গ্রেফতার করে। গ্রেফতার সাদ্দাম পাবনা সদর থানার কৃষ্ণপুর এলাকার আসলাম প্রামানিকের ছেলে।
এর আগে একই ঘটনায় গত ২৬ জুন এ মামলার পলাতক আসামী মোঃ জামরুল সরদার (৪০) ও মোঃ উজ্জল খাঁ (৪৫) কে গ্রেফতার করে র‌্যাব।
উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান নলদহ নতুনপাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন বাবু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে।
এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।