পাবনা প্রতিনিধি: বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন কৃষক গোলজার হোসেন (৫০)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ।
শুক্রবার ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন।
একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন।
শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে।তার লাশ ভাসতে থেকে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকরা।
পরে পুলিশ ঘটনারস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর সাড় ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।