
রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় বড় বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভাংচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এর আগে শহরের বাঁশবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা।