আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার(৩ নভেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে। আটঘরিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কামরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল,
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, উপজেলা ছাত্র লীগ নেতা খাইরুল হাসান নাসিম, মোস্তাফিজুর রহমান মুরাদ, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির।
উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গn ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।