পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান


পাবনা প্রতিনিধি : পাবনায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। 

বুধবার সকালে পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের একটি রুমে সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদান প্রদান করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। এর মধ্যদিয়ে জেলার সকল উপজেলায়ই প্রধানমন্ত্রীর বিশেষ এ অনুদান প্রদান শুরু হয় বলে জানা যায়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।