পাবনায় হত্যা মামলার আসামি টুটুলের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনায় শ্বাসরোধে হত্যাচেষ্টা ও গলায় শাড়ি পেঁচিয়ে হত্যার দায়ে এক আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেন।
আসামি মোঃ টুটুল সাঁথিয়া উপজেলার চর পাইকারহাট মধ্য পাড়া গ্রামের বাসীন্দা।
২০১৭ সালের নভেম্বর মাসে একই গ্রামের মোঃ আরদোশ মল্লিকের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন লাকড়ি কুড়ানো ও জমি দেখার উদ্দেশ্যে গ্রামের কুমির বিল এলাকায় যান। তখন ঘাতক টুটুল তাকে ধর্ষণচেষ্টা চালায়।
এরপর শ্বাসরোধে তাকে হত্যার চেষ্টা চালালে তাতে ব্যর্থ হয়ে গলায় শাড়িয়ে পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর তার লাশ গুমের উদ্দেশ্যে ধানক্ষেতে লুকিয়ে রাখে। এঘটনায় আলেয়া’র মেয়ে মোছাঃ শাবানা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলকে একক আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্ত ও সাক্ষ্যগ্রহণ সহ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবং আসামি তার কৃতকর্মের দায় স্বীকার করলে রবিবার এ মামলার রায় দেয়া হয়। এ রায়ে নিহত আলেয়ার মেয়ে শাবানা ও ছেলে আলম মল্লিক সহ তার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।