পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুন ) উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন কার্যক্রম উদ্বোধন করেন।
৩শ ৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এসময়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ সহকারী মাহমুদা খাতুন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
এ বিষয়ে তিনি  জানান, অপুষ্টি জনিত অন্ধতো থেকে শিশুদের রক্ষা, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডাইরিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় সেই সাথে শিশু মৃত্যুর ঝুঁকি কমায় ভিটামিন এ ক্যাপসুল।