নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী’র আয়োজনে ও পিকেএসএফ’র আর্থিক সহায়তায় জীবন মান পরিবর্তনে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় মৌসুমীর প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানার) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), নওগাঁ মোহাঃ মোবারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মৌসুমীর উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ ও পরিচালক মোঃ এরফান আলী।
পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় মৌসুমীর উদ্যোগে ঋন কার্যক্রম ভুক্ত সদস্যের ছেলে-মেয়েদের ১২ হাজার টাকা করে ৩৬ জন শিক্ষার্থীকে মোট ৪ লাখ ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমী’র প্রধান হিসাব রক্ষক মোফাকখের আলম ও সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল।