পুঠিয়া প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, গত জাতীয় নির্বাচনের গণফ্রন্টের মাছ প্রতিকের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মকলেছুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।
ভাইস চেয়ারম্যানপদে মনোনয়ন দাখিল করেছেন,বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ফজলে রাব্বি মুরাদ এবং জামাল উদ্দিন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পরিজান বেগম এবং শাবনাজ আক্তার।
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায় জানান, ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র আজ ২১ এপ্রিল দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল।