পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে ” ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে বুধবার সকাল ১১ টায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ,কে, এম, নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার স্মৃতির রানী সরকার, সমাজ সেবা অফিসার রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।