পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক বাছেদ আলী (৭০) নিহত হয়েছে। বুধবার সকালে পুঠিয়া উপজেলা সদরে মহিলা ডিগ্রী কলেজের সমনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোর গামী যাত্রীবাহী বাস পথের সাথী ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬০৩) এর ধাক্কায় সিমেন্ট বাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক বাছেদ আলী রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ওসি জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তারপর বিস্তারিত বলতে পারবো।