পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসিক ৩৬০ শর্ট কোর্স বিটিইবি বনাম এনএসডিএ এর মধ্যে উদ্ভুত পরিস্থিতি ও করণীয় শীর্ষক রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধা ভবনে বিটিএসডি ফোরাম রাজশাহী জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএসডি ফোরামের নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আক্তারুজ্জামান। এতে প্রধান আলোচক ছিলেন বিটিএসডি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন টুটুল। আর সঞ্চালক ছিলেন বিটিএসডি ফোরাম রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ খন্দকার।
এতে আরো উপস্থিত ছিলেন, বিটিএসডি ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আলী জাহিদ, বিটিএসডি ফোরামের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, বিটিএসডি ফোরামের চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১৬ এপ্রিল) গোপালগঞ্জ টুঙ্গীপাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর মাজার জিয়ারত। এরপর জেলা প্রশাসক এর দপ্তরে স্মারক লিপি প্রদান করা হবে। পরবর্তীতে সকল জেলায় স্মারক লিপি প্রদান সহ কর্মসূচি ঘোষণা করা হবে।