পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মহাসড়ক ব্যবহার ও দূর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলা সদরে পবা হাইওয়ে থানা এই সভার আয়োজন করে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা একটি পরিবারের জন্য বোঝা। এগুলো সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত সভা করে জনগণকে বোঝানোর চেষ্টা করি।
পথ সভায় পুঠিয়া শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, রাজশাহী বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী সেলিম রেজা, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সদস্য মাহফুজুর রহমান, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য আঃ রাজ্জাক দেওয়ান, পবা হাইওয়ে থানার এস আই আব্দুল মান্নান, পবা হাইওয়ে থানার সাজেন্ট সাগর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।