পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় যত্রীবাহী বাস তল্লাসী করে হেরোইনসহ যাত্রী মোঃ রিয়াজ আহাম্মেদ (৩০) কে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার শিবপুর বাজারে আর.পি স্পেশাল নাইচ যাত্রীবাহী বাস তল্লাসী করে তাকে আটক করা হয়েছে।
পুঠিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার পবা হাইওয়ে থানার সামনে শিবপুরহাট নামক স্থানে রাজশাহী-নাটোর মহাসড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেট গামী আর.পি স্পেশাল নাইচ যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৮৯২) এর জি ১ আসানের যাত্রী মোঃ রিয়াজ আহাম্মেদ কে তল্লসী করে তার পরিহীত জিন্স প্যান্টের উপরের বাম পাশের পকেটের ভিতর হইতে সাদা পলিথিনের মধ্যে সাদা কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রিয়াজ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।