পুঠিয়ার শিলমাড়িয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের বাজেটে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৭ লক্ষ ৯৩ হাজার ৪ শত ৯ টাকা। সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬ লক্ষ ৭৭ হাজার ১ শত ১৩ টাকা। উদ্বৃত্ত ১ লক্ষ ১৬ হাজার ২ শত ৯৬ টাকা। সম্ভাব্য সর্বমোট বাজেট ২ কোটি ৭ লক্ষ ৯৩ হাজার ৪ শত ৯ টাকা।
জানাযায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। এতে প্রধান অতিথি পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি হিসেবে পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান সহ সরকারি কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।