পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় ও আসন্ন ঈদ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার দেন রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মাসুদ রানা। আজ শুক্রবার সকালে নিজ অর্থায়নে গাওপাড়া সেনভাগ এলাকায় দেড় শত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইয়ার আলী মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ঢাকা-মহানগর কাগজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রমজান মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা শান্ত আনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ময়দা, লাচ্চা, চিনি, দুধ এবং মাস্ক।