নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ার নওপাড়ায় একটি আমের বাগান থেকে ওহির বক্স (৬০) নামের গরু ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী ওহির বক্স সোমবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পার্শ্বেই আজি প্ররামানিকের আমের বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা।
সে সময় থানা পুলিশকে খবর দিলে, থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ওহির পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, লাশটির দুই পায়ের রগ কাটা চিহৃ রয়েছে। আর ধারণা করা হচ্ছে তাকে শ্বসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।