পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান এর নিকট এনজিও আশা কর্মকর্তাবৃন্দ ২’শ প্যাকেট ত্রান সামগ্রী হস্তান্তর করেন। এরপর করোনা পরিস্থিতি মোকাবেলায় এনজিও আশার পক্ষ থেকে করোনা ভাইরাস বৈশিক এই মহামারীতে কর্মহীন, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া খ্রিষ্টনপাড়ায় ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন এনজিও আশা’র রাজশাহী বিভাগীয় এডিশোনাল ডিভিশনাল ম্যানেজার দিজেন্দ্রনাথ দাস, পুঠিয়া ডিএম আজিম উদ্দিন, আর এম হামিদুল ইসলাম, এসবিএম হাবিবুর রহমান সহ এনজিও আশা পুঠিয়া শাখার মাঠ সংগঠকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিতরণকৃত খাদ্য দ্রব্য মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ১কেজি লবন ও ১লিটার সয়াবিন তেল।
উল্লেখ্য, পরবর্তীতে আরো ১৪০ টি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হবে।