পুঠিয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:  প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ মনসুর রহমান।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক, নজরুল ইসলাম, শাহারিয়ার রহিম কনক সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূঁইয়।


অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুঠিয়া, রাজশাহী। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলার ১৫০০ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।