আকাশ ঘোষ, পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজলো পরিষদ চত্ত্বরে ২০১৯-২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা র্শীষক র্কমসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি ও ৩০টি সাইকলে বিতারণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল বিতারণ করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মৌসুমি রহমান সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।