পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ‘‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’’ প্রতিপাদ্যে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানে আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউদ্দজামান বদি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।