পুঠিয়ায় ড্রাইভারদের মধ্যে সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন, মহাসড়কে থ্রী হুইলারসহ অযান্ত্রিকযান মহাসড়কে চলাচলের শাস্তি এবং মহাসড়কে দুর্ঘটনা রোধে সাধারণ জনগনসহ অটো, থ্রী হুইলার ড্রাইভারদের মধ্যে সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
শুক্রবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার ইনচার্জ লুৎফর রহমান এএসআই মফিজ উদ্দিন ও তার সঙ্গীয় ফোস পুঠিয়া উপজেলার বানেশ্বর, শিবপুরহাট, বিরালদহ বাজার, মাজার, তারাপুর ও পুঠিয়া এলাকায় লিফলেট বিতরণ করেন।
 এ সময় গাড়ীতে মাইকিং এর মাধ্যমেও প্রচারণা করেন।