পুঠিয়ায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্বাস্থ্যের জন্য স্যানিটারী ন্যাপকিন প্রস্তুত, বিপনন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্বাস্থ্যের জন্য স্যানিটারী ন্যাপকিন প্রস্তুত, বিপনন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় পুঠিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ এই প্রশিক্ষনের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, জাইকার ইউজিডিপি, এলজিডির ইউডিএফ শাহিন ওয়াজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনের সহযোগীতা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোওপারেশন এজেন্সী জাইকা। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।