নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহতে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ মাঠে পুঠিয়া থানা এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম, পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।