পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্য, ইসমাইল হোসেন কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৫।
শুক্রবার র্যাব-৫এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসমাইল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পালশপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করে।