পুঠিয়ায় পচাঁ এঙ্কার বুটের ডাউল রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পঁচা এঙ্কার বুটের ডাউল রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং সেই ডাউল সিজ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের পার্শ্বে হাবিবুর রহমানের বন্ধ চাউল মিলের খলেনে পচাঁ এ্যাঙ্কার বুটের ডাউল এর গন্ধে এলাকাবাসী সম্যসা হচ্ছে। এমন খবরটি পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ২ শত ৫০ বস্তা পচাঁ এ্যাঙ্কার বুট রাখার জন্য মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে ২০১০ এর ১২(১) ধারায় ধোপাপাড়ায় অবস্থিত আতিকুর রহমানের মালিকানাধীন ইনাম ফিড মিলে কর্মরত ম্যানেজার মহসিন রেজা’র ৫ হাজার টাকা জরিমানা করেন। আর সেখানে থাকা ডাউলগুলো সিজ করে জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হোসনেয়ার কে দায়িত্ব দেন। যে সেই ডাউল কোন পুকুর ফেলে দেওয়ার জন্য।
এ ব্যাপরে জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হোসনেয়ারা রবিবার বেলা ১২ পর্যন্ত সেই ডাউল কি করা হয়েছে তা তিনি জানেন না।
এ সময় থানার এসআই সালাম ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।