নিজস্ব প্রতিবেদক: পুঠিয়ায় বানেশ্বর বাজার কলা হাটাতে পশু জবাই করার নির্ধারিত স্থান উদ্বোধন করেন উপজেলা মাননীয় চেয়ারম্যান জনাব জি,এম, হিরা বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, উপজেলা প্রকৌশলী সায়েদুর রহমান, মোহাম্মদ শাহিন ওয়াজ সরকার ইউ ডি এফ ইউজিডিপি এলজিডি, সহ স্থানীয় নেতৃবৃন্দ ।