পুঠিয়ায় পূজা মন্ডপে চাউল বিতরণ


নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪৩টি পূজা মন্ডপে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জি আর চাউল বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, আ’লীগ নেতা আহসানুল হক মাসুদ, গোলাম ফারুক, শাহরিয়ার রহিম কনক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পূজা উৎযাপন কমিটির সভাপতি স্বপন কুমার নিয়োগী, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল ঘোষ সহ সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।