পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে জাতীয় শোক দিবস ও শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বানেশ্বর বাজার বনিক সমিতি এই অনুষ্ঠানে আয়োজন করেন। অনুষ্ঠানে বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুবায়ের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউদজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান উল হক মাসুদ, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বানেশ্বর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওসমান আলী।