পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর পুঠিয়ায় বিরালদহ বালু বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে সিয়াম উদ্দিন (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ ৩ জন আহত হয়েছেন। বুধবার সকালে পুঠিয়া উপজেলার বিড়ালদহ-মাইপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৬৯৩) রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর থেকে একই জেলার পুঠিয়া উপজেলার টোনাপাড়া গ্রামের দিকে যাওয়ার পথে নয়াপাড়া এলাকার একটি কালভার্টে কাছে এসে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

 

এ সময় বালুর চাপায় সেই ট্রাকের হেলপার সিয়াম উদ্দিন ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাক চালক মোঃ নজরুল ইসলাম (৪৫) ও আরো দুই জন আহত হয়েছেন। নজরুল ইসলাম পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।