পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে পুকুর খননকারী স্কেবেটর মেশিনটি অকেজো করে দুইটি ব্যাটারী খুলে নিয়ে আসেন ভ্রাম্যামান আদালত। বৃহস্পতিবার দুপুরে উজালপুর নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুরে ফসলী জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের স্থানে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী পুঠিয়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় খনন কাজের সাথে জড়িত সবাই পালিয়ে গেলে স্কেবেটর মেশিনটি অকেজো করে দুইটি ব্যাটারী খুলে নিয়ে আসেন ভ্রাম্যামান আদালত।